• আন্তর্জাতিক

    যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

      প্রতিনিধি ৬ মে ২০২৩ , ৭:২১:০০ অনলাইন সংস্করণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা। – ছবি : ইউএনবি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে (স্থানীয় সময়) যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

    বাকিংহাম প্রাসাদ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা এবং রাণী কনসোর্টের রাজ্যাভিষেকের আয়োজন করেছিল।

    রাজাকে মুকুট পড়ানো হচ্ছে। তিনি ১০৬৬ সাল থেকে সেখানে মুকুট পরা ৪০তম রাজত্বকারী রাজা।

    এর আগে শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা ও রাণীর রাজকন্যার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনায় যোগ দেন।

    এছাড়া শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে মতবিনিময় করেন। শুক্রবার কমনওয়েলথ সচিবালয়ে কমনওয়েলথ লিডারস ইভেন্টে যোগ দেন তিনি।

    জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ১৫ দিনের তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

    সূত্র : ইউএনবি

    আরও খবর

    Sponsered content