প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৪:২৪:০৬ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটে ‘দি ডেইলী সিটিজেন টাইমস’ পত্রিকার সম্পাদক নাজমুল আহমদ তৌফিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ মে) নগরীর রংমহল টাওয়ারস্থ সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব পরিদর্শনে আসলে তাঁর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ক্লাব সভাপতি সুনির্মল সেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী অর্থ সম্পাদক ও ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার সিলেট প্রতিনিধি মোঃ সবুজ মিয়া, সাংবাদিক এমদাদ সুমন, মইনুল ইসলাম ইরন প্রমূখ।