• সুনামগঞ্জ

    দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ফ্যামিলি গেদারিং ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৮:২৭:০৩ অনলাইন সংস্করণ

    মোহাম্মদ হারুন মিয়া , ব্যুরো প্রধান, যুক্তরাজ্য: যুক্তরাজ্যে দিরাই ও শাল্লাবাসীর আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন “ দিরাই-শাল্লা কালচারাল এণ্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্দোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে গত ২৯শে মে মিডল্যান্ড (ওল্ডহ্যাম) এ সম্পন্ন হলো দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেদারিং।

    বাচ্চা ও মহিলাদের কথা মাথায় রেখে অনুষ্ঠানটিকে ফ্যামিলি বান্ধব হিসাবে সাঁজানো হয়েছিল ।

    অল্প সময়ের ভিতরে অনেকগুলো একটিভিটি দিয়ে মাতিয়ে রাখা হয়েছিল সবাইকে। বাউন্সি ক্যাসল, স্ল্যাশি, ক্যান্ডি ফ্লস (হাওয়াই মিঠাই) হেনা (মেহেদী), ফেইস পেইনটিং, আর্ট (চিত্রাংকন) কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, র‌্যাফল ড্র, আর সাথে ছিল সুস্বাদু খাবারের ব্যবস্থা।

    অনুষ্ছিঠানে ছিলোনা বক্তৃতার লম্বা লিস্ট। স্টেইজ তো ছিলোইনা, এমনকি ব্যানারের নীচে একটা চেয়ারও ছিলোনা। ২৫০+ জন সন্মানিত উপস্থিতির সামনে আমাদের এই প্রয়াস ছোট বড় সবার প্রশংসা কুঁড়িয়েছে।

    অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজনে ওল্ডহ্যামে বসবাসরত আমাদের সংগঠনের দুইজন সন্মানিত সহ সভাপতি, জনাব মিজানুর রহমান ও জনাব ফয়সল চৌধুরী এবং দুইজন সহকারী সাধারন সম্পাদক জনাব শাহরিয়ার খোকন ও জনাব মোশারফ হোসেন লিটন অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।

    ছুটির দিনে, সুন্দর আবহাওয়ায়, সুন্দর এই অনুষ্ঠানে যে যেভাবে সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি সংগঠনের কার্য্য নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি খালেদ রেজা খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মিয়া, ট্রেজারার আক্তার হুসাইন ।

    আরও খবর

    Sponsered content