• সারাদেশ

    ঝালকাঠিতে স্ত্রীকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ ছাত্রলীগ নেতার

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ১২:২৩:২৬ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ: ঝালকাঠিতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু (২৭)। এর আগে হত্যার দায় স্বীকার করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন এ ছাত্রলীগ নেতা।

    নিহত সায়মা পারভীন তানহা ২১ ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের একমাত্র মেয়।

    পুলিশ জানায়, ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু দুই বছর আগে গোপনে বিয়ে করে প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। সম্প্রতি মেয়েটি ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাট করতেন। বিষয়টি জানতে পারে অনু। গতকাল রবিবার রাতে নিজের ফেসবুকে স্ত্রী পরকীয়ায় আসক্ত লিখে স্ট্যাটাস দেয়। আজ সোমবার সকাল ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকো পার্কে ডেকে নিয়ে অনু ছুরি দিয়ে স্ত্রীর পেটে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরে অনু তার ফেসবুকে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

    ঘাতক অনু সাংবাদিকদের বলেন, আমার স্ত্রী তানহা পরকীয়ায় আসক্ত ছিলেন। তাকে এর আগে আমি একাধিক বার নিষেধ করি ও বুঝানোর চেষ্টা করি সর্বশেষ কাল রাতেও একটা ছেলের সঙ্গে অশালীন কথা বলে ফেসবুকে এটা ধরে ফেলি। এনিয়ে আজ তার সাথে কাটাকাটি হয় ইকোপার্কে বসে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে আমার সাথে থাকা চাকু দিয়ে হত্যা করি।আমি নিজ হাতে হত্যা করেছি কেউই এর সাথে জড়িত না।

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content