প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৪:০১:২৮ অনলাইন সংস্করণ
এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তজুমদ্দিন উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন ।এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ )হিসেবে নির্বাচিত হয়েছে সমাজ কর্মের প্রভাষক ইসরাত জাহান। শিক্ষা সপ্তাহে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত ১১টি ইভেন্টে অংশ নিয়ে অত্র কলেজের ছাত্রীরা ৮টি ইভেন্টেই ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করে। অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের সর্বাধিক তত্বাবধানে এবং একান্ত প্রচেষ্টার ফলে আজকে অত্র কলেজের অভাবনীয় সাফল্য বয়ে এনেছে। ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে । এজন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।