• ক‌্যাম্পাস

    জাতীয় শিক্ষা সপ্তাহ চাপড়ী আলিম মাদ্রাসার সাফল্য

      প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৩:৫৮:২৭ অনলাইন সংস্করণ

    এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে চাপড়ী আলিম মাদ্রাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান (হারুন)।এছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা পর্যায়) নির্বাচিত হয়েছে মোঃ বিল্লাল হোসাইন—আরবি প্রভাষক ও —মো. জোনায়েদ, ষষ্ঠ শ্রেণি [কেরাত প্রতিযোগিতা ক-গ্রুপ] ও শিলা, দশম শ্রেণি [হামদ/নাত খ গ্রুপ]। ছাত্র ছাত্রীদের মাঝে চাপড়ী আলিম মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচিত হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান (হারুন)এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষাক্ষেত্রে চাপড়ী আলীম মাদ্রাসার এই অভাবনীয় সাফল্য যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। এজন্য তিনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইশতিয়াক হাসান, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

    আরও খবর

    Sponsered content