প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৩:৪২:৩৮ অনলাইন সংস্করণ
চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, এ দেশের চলচ্চিত্রে নায়ক ফারুক এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানায় তার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
সোমবার (১৫ মে) এক শোক বার্তায় প্রেসিডেন্ট বলেন, চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার অভিনীত চলচ্চিত্র দেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র অঙ্গনে তার অবদান দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রেসিডেন্ট মরহুম আকবর হোসেন পাঠান ফারুকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা, নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান প্রেরিত ক্ষুদে বার্তায় তিনি এই শোক জানান।
বীর মুক্তিযোদ্ধা, নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতি তরুন লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী।
আজ এক শোকবার্তায় এমদাদ হোসেন চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি এই শোক বলেন – আমরা গভীর ভাবে শোকাহত, বাঙ্গালি জাতি হারালো একজন সৎ সাহসী সৈনিক কে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলচ্চিত্রের কিংবদন্তি স্বাধীন বাংলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের একখন্ড ইতিহাস খ্যাত, স্বাধীন বাংলার সুজন ভাই,মিয়া ভাই, জনাব আকবর হোসেন পাঠান নায়ক ফারুক এম পি, ফারুক ভাই আর আমাদের মাঝে নেই, আমাকে খুবই আদর স্নেহ করতেন, বঙ্গবন্ধু সাংস্কৃতি তরুণ লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন ও কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ফারুক ভাই খুবই ভাল ও বড় মনের মানুষ ছিলেন, আমি ডাকতাম সুজন ভাই, বাসায় গেলে আসতে দিতেন না শুধু খাওয়া আর গল্প, ভাবী ও খুবই ভাল ও বড় মনের মানুষ, আসার কথা বললে ধমক দিতেন,বলতেন উনি মারা গেলে বুজবো কি হারিয়েছি, আজ বার বার মনে পড়ছে সেই সব স্মৃতির কথা, প্রবাসী সহ দেশবাসী সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন বেহেশত নসীব করেন, আমিন। বিনম্র শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধার প্রতি,