প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৬:৩৪:১০ অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ইউনাইডেট আবাসিক হোটেলে ৫ম তলা থেকে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ০৮ জুয়ারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও রাকিবুল হাছান’সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীমঙ্গল শহরের চৌমুনাস্থ ইউনাইটেড আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ০৮ জুয়ারিকে আটক করেন।
শনিবার আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কাজীরবাজার (বেকামোড়া) এলাকার কুতুব মিয়া (৪৫), কদমহাটার জনি আহম্মেদ (৩৪), গাছটিয়ার সায়েদ আহম্মেদ (৫০), শাহবন্দরের মো. টিপুল মিয়া (২৮), শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা (রেলওয়ে কলোনী) এলাকার মো. মোবারক মিয়া (২৭), কালাপুরের শাহ আলম (৩০), সাইটুলার হেলন মিয়া (৩০) ও ভাগলপুরের মো. সুমন (৩৭)।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়। আসামীদের নিয়ম অনুযায়ী মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।