• আন্তর্জাতিক

    বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি সউদী আরামকো

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৯:৫৯:৩৪ অনলাইন সংস্করণ

    যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বে এখন দ্বিতীয় বৃহত্তম কোম্পানি সৌদি আরামকো। এখন অ্যাপলের পরেই আরামকোর স্থান। কোম্পানিটির মূল্য ২.১১ ট্রিলিয়ন ডলার, যার পরিমাণ ৭.৯২ ট্রিলিয়ন সৌদি রিয়াল।

    আরাবিয়া ডট নেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার কোম্পানিটির শেয়ার ৩৬ রিয়াল (৯.৬০) ডলার বেড়েছে।

    সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সানাবিল ইনভেস্টমেন্টকে আরামকো শেয়ারের চার ভাগ হস্তান্তরের বিষয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘোষণার পরে তাদের শেয়ারের উর্ধ্বগতি হয়।

    তালিকাভুক্ত হওয়ার পর ২০২১ সালে কোম্পানিটি মুনাফা অর্জন করেছিল ৪১২.৪ বিলিয়ন রিয়াল (১০৯ বিলিয়ন ডলার)। ২০২২ সালে ওই মুনাফা ৪৬.৫ ভাগ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০৪ বিলিয়ন রিয়াল (১৬১ বিলিয়ন ডলার)।

    আরামকো বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপ ওয়েবসাইটের র‍্যাঙ্কিং অনুযায়ী ২০২২ সালের জন্য এর লাভ অ্যাপল, মাইক্রোসফট ও এক্সনমোবিলের সম্মিলিত লাভকে ছাড়িয়ে গেছে।

    সম্প্রতি একটি প্রতিবেদনে, ফিচ রেটিং একটি স্থিতিশীল দৃষ্টিভঙ্গিসহ সৌদি আরামকোর রেটিংকে A+-এ আপগ্রেড করেছে।

    সূত্র : মিডল ইস্ট মনিটর

    আরও খবর

    Sponsered content