• জাতীয়

    নির্বাচনের সময় কমিশন যে দায়িত্ব দেবে পুলিশ তা-ই পালন করবে : আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৫:১৮:০৩ অনলাইন সংস্করণ

    নির্বাচনের সময় কমিশন যে দায়িত্ব দেবে, পুলিশ তা-ই পালন করবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

    তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচন আয়োজনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

    শুক্রবার (২৮ এপ্রিল) জুমার পর হজরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

    এ সময় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মো: মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের ডিসি (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজহার আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন।

    বৃহস্পতিবার রাত ১১টায় একটি ফ্লাইটে স্ত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে নিয়ে তিন দিনের সংক্ষিপ্ত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান আইজিপি।

    আরও খবর

    Sponsered content