• সারাদেশ

    নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, সেনা, নৌ, বিমানবাহিনী

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ১০:৪০:৩০ অনলাইন সংস্করণ

    রাজধানীর নিউ সুপারমার্কেটে আজ ভোরে আগুন লাগে। আগুন নেভাতে সেনা, নৌ, বিমানবাহিনী ও বর্ডার গার্ডের (বিজিবি) পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও কাজ করছে।

    ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৩০টি ইউনিট কাজ করছে। তিন তলা ভবনটির চারপাশ থেকে কেবল ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।

    শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে র‌্যাব, বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্য এসে আগুন নেভানোর কাজে যোগ দেন।

    জানা যায়, নিউ মার্কেটের পূর্ব পাশের অংশে আগুনের ভয়াবহতা বেশি। আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

    গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো। বঙ্গবাজারের আগুনে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা।

    আরও খবর

    Sponsered content