• সুনামগঞ্জ

    গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ৯:২৩:২২ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দাফা দাবী বাস্তবায়নের দাবীতে জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দাফা দাবী বাস্তবায়নের দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৮ ই এপ্রিল রোজ শনিবার বেলা ২ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
    জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাবিল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা শাখা কৃষক দলের আহবায়ক মোঃ আজমল, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হোসেন ডালিম, সদস্য সচিব মোঃ জুবেদ আলী লখন যুগ্ম আহবায়ক মোঃ রাসেল বক্স, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রোকন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমদ চৌধুরী ও ছিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিটু আহমেদ।
    কর্মসূচীর শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিক আহমদ।
    এময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মোঃ কিম্মত আলী, জগন্নাথপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন মিটু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান তুতি, বিএনপি নেতা মোঃ আব্দুস ছালাম, পাটালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ, জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন, জগন্নাথপুর পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড এর সাধারন সম্পাদক মুহিবুর রহমান শিশু, পৌর বিএনপি নেতা আনহার মিয়া, কলকলিয়া ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি মোঃ সেলিম আহমদ, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তারেক মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন,জগন্নাথপুর উপজেলা ছাত্রনেতা শাহাঙ্গীর আলম,চিলাউরা হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ মিটু, শিপন আহমদ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক,সৈয়দ মারজান,কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাসুম,যুগ্ম সধারণ সম্পাদক ফাহিম আহমদ,রানিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়নুল ইসলাম,সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ওসিনিয়র সহ সভাপতি বেলাল আহমদ প্রমুখ।
    বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী সরকারের সময়ে দেশের মানুষ শান্তিতে নেই। গ্যাস, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এই সরকারের শাসনামলে মানুষের জানমালের নিরাপত্তা নেই, কথা বলার স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই নিশি রাতের সরকারের পতন ঘটাতে হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশর্ত মুক্তি দিতে। আওয়ামী সরকারের উদ্দেশ্যে নেতৃবৃন্দ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন করতে দেওয়া হবেনা। ১০ দফা দাবী বাস্তবায়ন সহ তত্ত্বাবধায়ক সরকার আদায় করেই বিএনপি ঘরে ফিরবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ রাজপথে আছি রাজপথেই থাকবো।

    আরও খবর

    Sponsered content