প্রতিনিধি ২৪ মার্চ ২০২৩ , ১:৩৫:৩৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ – সিলেট মহাসড়কে সিএনজি – ট্রাকের মুখো-মুখি সংঘর্ষে আহত ছৈইল মিয়া (৫২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। বিগত ১৪ ই মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জ সদর উপজেলার বারঘড় ( হালুয়ারগাঁও) এলাকায় সুনামগঞ্জ টু সিলেট মহাসড়কে সুনামগঞ্জ সদর উপজেলার বারঘড় (হালুয়ারগাঁও) এলাকায় সুনামগঞ্জগামী সিএনজি ও সিলেটগামী ট্রাকের মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রাম নিবাসী মৃত চেরাগ আলীর ছেলে সিএনজি চালক মোঃ ছৈইল মিয়া(৫০)কে আশংকাজনক অবস্থায় এই দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ২৩ শে মার্চ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছেন ছৈল মিয়া (৫০)। মরহুম এর মরদেহ নিজ বাড়ী মজিদপুরে এসে পৌঁছেছে। মরহুম এর নামাজে জানাজার সময় পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, গত ১৪ ই মার্চ সকালে সুনামগঞ্জ- সিলেট মহাসড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রাম নিবাসী সিরাজুল ইসলাম এর ছেলে হাদীউল ইসলাম কামালী (২৪) ও চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলা শিলাইগুড়া গ্রামের আবুল কালাম এর ছেলে নাসির আলম(৫১) ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মজিদপুর গ্রাম নিবাসী মৃত চেরাগ আলীর ছেলে সিএনজি চালক মোঃ ছৈল মিয়া (৫০) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ২৩ শে মার্চ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।