প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ১:৩৯:১৯ অনলাইন সংস্করণ
আল-হেলাল,সুনামগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশ জাতি যখন দিনব্যপী কর্মসুচি পালনে ব্যস্ত ঠিক তখনই ফিল্মী স্টাইলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার ও পাটানপাড়া বাজারে ৩ দফা হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধাসহ ৫ জনকে আহত করেছে সন্ত্রাসী চাঁদাবাজ আফতাব উদ্দিন ওরফে ইয়াবা আফতাব বাহিনী।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট কর্তৃক ১৮ মার্চ শনিবার আফতাব উদ্দিন ও তার বাহিনীর বিরুদ্ধে সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনের দায়েরকৃত মামলার সরজমিন তদন্তে ঐ বাহিনীর বিরুদ্ধে যাতে কেউ সাক্ষী না দেয় সেজন্য মামলার সাক্ষীসহ জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে ১৭ মার্চ শুক্রবার আছরের আজানের সময় বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া বাজারে আওয়ামীলীগ নেতা মুহিত চৌধুরীর দোকানের সামনে পাটানপাড়া গ্রামের মরহুম সিরাজ সর্দারের পুত্র হুমায়ূন কবীর সর্দার কে বেদম মারপিটক্রমে আহত করে আফতাব বাহিনীর সন্ত্রাসী কালা মানিক ও জিন্নাহ।
এর কিছুক্ষণ পর আছরের নামাজ শেষে সন্ত্রাসী আফতাব উদ্দিন তার পুরো বাহিনী নিয়ে হামলা চালায় পাটানপাড়া গ্রামের মজুমদার চৌধুরীর পুত্র মোজাম্মেল চৌধুরী (২৫) এর উপর। এসময় আফতাব উদ্দিন ও তার বাহিনীর হামলা থেকে নিজের ছেলেকে রক্ষা করতে গেলে আফতাব উদ্দিন ছেলেকে প্রহার করার পাশাপাশি পিতা মজুমদার চৌধুরীকেও মারপিট করে। ভাই ভাতিজাকে রক্ষার জন্য এগিয়ে এলে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরীর শার্টের কলার চেপে ধরে তাকেও খুন করার হুমকি দেয় সন্ত্রাসী আফতাব উদ্দিন। অন্যদিকে আফতাব উদ্দিনের হামলায় গুরুতর আহত চাচাতো ভাই হুমায়ূন কবীরকে চিকিৎসার জন্য ডাঃ হাফিজ উদ্দিনের চেম্বারে নিয়ে গেলে মাগরিবের আজানের সময় ডাক্তারের চেম্বার থেকে টেনেহেছড়ে ধরে নিয়ে স্থানীয় বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন মার্কেটের সামনে রেন্টি গাছের তলায় প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে আহত হুমায়ূন কবীরের চাচাতো ভাই সোহান (১৮) কে মারপিটক্রমে গুরুতর আহত করে সন্ত্রাসী আফতাব উদ্দিন ও তার বাহিনী।
ঘটনার পরপরই আহত হুমায়ূন কবীর ও তার চাচাতো ভাই সোহানকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার পাশাপাশি আহতদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ছিনতাই করে নেয় আফতাব উদ্দিন। পৃথক ৩টি হামলার ঘটনায় তাহিরপুর থানা পুলিশ প্রশাসনকে অবগত করার পরও পুলিশ সন্ত্রাসী আফতাব উদ্দিন ও তার বাহিনীর কোন সন্ত্রাসীকে গ্রেফতার করেনি। বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসাইন ঘটনা দেখেও না দেখার ভান করে ঘটনাস্থলে লোকদেখানো পরিদর্শন করেন। ঘটনার ব্যাপারে জানতে চেয়ে আফতাব উদ্দিনের মুঠোফোনে কল করলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো.নিজাম উদ্দিন বলেন,আফতাব উদ্দিন ও তার বাহিনীর হাতে
সাংবাদিক শাহীন ও তার পরিবারের উপর হামলা নতুন কোন ঘটনা নয় এর আগেও পাটানপাড়া বাজারে চাঁদা উত্তোলনের ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে আফতাব উদ্দিন ও তার বাহিনীর সন্ত্রাসী চাঁদাবাজরা শাহীনের ভাই হুমায়ূন কবীরসহ কয়েকজনের উপর কয়েক দফায় হামলা করেছে। বাদাঘাট বাজারের ব্যবসায়ীরা বলেন,ডাক্তারের চেম্বার থেকে একটি বাচ্চা ছেলেকে ধরে নিয়ে রেন্টি গাছের তলায় মারপিট করেছে আফতাব উদ্দিন ও তার বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই এর সত্যতা পাওয়া যাবে। উল্লেখ্য গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে আফতাব উদ্দিন ও তার বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা কওে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক খবরপত্র প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাব সদস্য তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া নিবাসী হোসাইন মাহমুদ শাহীন। এর আগে সাংবাদিকরা শহরে একটি মানবন্ধন করে হোসাইন মাহমুদ শাহীনের উপর দুইবার হামলাকারী, তাদের জমি ও দোকানপাট দখলকারী এবং ভৈরবীবাজার ঘাটসহ হাটবাজারে চাঁদা আদায়কারী আফতাব উদ্দিন কে গ্রেফতারের দাবী জানান।
সাংবাদিকরা বলেন,আত্মস্বীকৃত চাঁদাবাজ সন্ত্রাসী আফতাব উদ্দিন, তার সন্ত্রাসী কর্মকান্ডে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাংলা ভাইকেও ছাড়িয়ে গেছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানার নিয়মিত মামলা নং ৯ তাং ১৯/১০/২০২২ইং,সরকারী গাছ কেটে নেয়ার ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তীর দায়েরকৃত মামলা নং জিআর ২০৯/১৮ (তাহিরপুর থানার মামলা নং ১৮) তাং ২৩/১১/২০১৮ইং,সাবেক মেম্বার মোঃ রেনু মিয়ার দায়েরকৃত জিআর ১৮৮/২০১৯ (তাহিরপুর থানার মামলা নং ১৫) তাং ২৪/৮/২০১৯ ইংসহ মোট ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া ২২-০৪-২০২১ইং তারিখে মোঃ জাহাঙ্গীর আলমের দায়েরকৃত অভিযোগ,সাবেক মেম্বার শামসুল হক শিকদারের দায়েরকৃত জিডি নং ৮৯৮ তাং ৩১/৩/২০২০ইং,গত ৪/৯/২০২২ইং তারিখে পাটানপাড়া নিবাসী হুমায়ূন কবীর সর্দার এর দায়েরকৃত অভিযোগ,গত ১৩ সেপ্টেম্বর আমলগ্রহনকারী জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে অবলা বিধবা ফেরদৌস বেগমের দায়েরকৃত অভিযোগ তাহিরপুর থানা পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করছেনা।