প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ৪:৩১:০৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মারুফ (১৯) ও ছফির (১৯) নামক দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১০ ই মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রাম নিবাসী হোসেন মিয়া’র ছেলে জগন্নাথপুর থানার মামলা নং -০৪(০৩) ২৩ এর আসামী মোঃ মারুফ আহমদ (১৯) ও জগন্নাথপুর উপজেলার পইলবাগ গ্রাম নিবাসী মোঃ আলী উদ্দীন এর ছেলে মোঃ ছফির উদ্দিন (১৯) কে গ্রেপ্তার করেন। আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামী মারুফ আহমদ (১৯) ও ছফির উদ্দিন (১৯) কে আজ ১১ ই মার্চ রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Notifications