প্রতিনিধি ২৪ মার্চ ২০২৩ , ১:৪২:৫২ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে ডাকাতি মামলার আসামী তোফাজ্জল (৪০) ও মারা-মারি মামলার আসামী সোহেল (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সাইফুদ্দিন ও এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ ২২ শে মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামড়াখাই গ্রাম নিবাসী মোঃ আঃ নূরের ছেলে জিআর -১০২/২১, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ এর ডাকাতি মামলার আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত ডাকাতি মামলার পলাতক আসামী তফজ্জুল ইসলাম ওরফে তোফাজ্জল (৪০) ও একই উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া আশিঘর গ্রাম নিবাসী মোঃ কাজল মিয়া’র ছেলে ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর আসামী মোঃ সোহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামী তোফাজ্জল ও সোহেলকে আজ ২৩ শে মার্চ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।