প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ১:২৩:৪০ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ও জনতার স্বতঃস্ফূর্ত উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। বাঙালির হাজার বছরের স্বাধীনতার ও মুক্তির আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ ই মার্চ যুগ সন্ধিক্ষণে তিনি এমন এক বাণী বাঙালির অন্তরে বপন করে দিয়েছিলেন, যা আশা ও সম্ভাবনায় উদ্বেলিত করেছিল সমগ্র জাতিকে।
এই ঐতিহাসিক ৭ ই মার্চ পালন উপলক্ষে ৭ ই মার্চ রোজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথেই সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকার সময় উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ। সকাল ১০ জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, আবৃত্তি ও ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষণ সম্প্রচার করা হয়েছে। এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।