• সুনামগঞ্জ

    ছাতকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ৮:৩৪:১১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী হানিফ আলী(৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল জাকির এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্ব সঙ্গীয় অফিসার ও পুলিশ দল ৩ রা মার্চ দিবাগত রাতে ছাতক উপজেলার জাতুয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে একই উপজেলার সাখেরগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ ইছ আলীর ছেলে আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী হানিফ আলী (৫৫) কে গ্রেপ্তার করেন( জিআর-২৭/৯৬ (ছাতক), দায়রা-৯০/৯৬, ধারা-৩০২/১৪৯ পেনাল কোড)।সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে। আসামীকে যাথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে আজ ৪ ঠা মার্চ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
    গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই মোশারফ হোসেন জানান, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত গ্রেপ্তারকৃত পলাতক আসামী হানিফ আলীকে গ্রেপ্তার করে আজ ৪ ঠা মার্চ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে।

    আরও খবর

    Sponsered content