• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে ১৫০ জন শিক্ষার্থী ও নারীর মাঝে শিক্ষা উপকরণ ও শাড়ি বিতরণ

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৪৪:১৯ অনলাইন সংস্করণ

     সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৮তম আবির্ভাব তিথি উপলক্ষে সুনামগঞ্জে পূজা অর্চনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শতাধিক হিন্দু,মুসলিম নারীর মাঝে বস্ত্র (শাড়ি) ও দেড়-শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির আয়োজনে আশ্রম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

     

    রামকৃষ্ণ আশ্রমের সভাপতি সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সদস্য মজ্ঞু তালুকদারের সঞ্চালনায় এ সময বক্তব্য রাখেন, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস, রামকৃষ্ণ আশ্রমের শ্রী স্বামী হৃদয়ানন্দ মহারাজ,রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সদস্য কার্তিক চন্দ্র রায়,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী,এড. পরিতোষ চন্দ্র রায়,চন্দন প্রসাদ রায়,লিটন রায় প্রমুখ। পরিশেষে ধর্মীয় ভক্তিমূলক গান পরিবেশন করেন শিশু শিল্পী রুদ্রানী তালুকদার রিধি।

    অনুষ্ঠান শেষে ১৫০ জন শিক্ষার্থী ও শতাধিক অসহায় গরিব নারীদের মাঝে শিক্ষা উপকরণ ও শাড়ি বিতরণ করেন অতিথিরা। রামকৃষ্ণ আশ্রমের সভাপতি সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে বলেছেন,অহিংস্রা পরম ও ধর্ম, তাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যুগে যুগে এই ধরাধামে এসেছেন তার আবির্ভাব মানুষের কল্যাণের লক্ষ্যে মুক্তির বাণী নিয়ে। কাজেই সবাইকে ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ এবং ধর্মীয় বিধি বিধান রীতিনীতি মেনে অসাম্প্রদায়িকতার চেতনা বুকে ধারন করে সবাইকে সম্প্রীতির মাধ্যমে সকল ধর্মের মানুষের মাঝে ভাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ করে চলার আহবান জানান তিনি।

    আরও খবর

    Sponsered content