প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১:১১:২১ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জে চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭ টি ল্যাপটপ উদ্ধার সহ চোর চক্রের সদস্য অনিক( ২৫) ও জামিল(২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।
সুত্রে জানাযায়, বিগত ৯ ই ফেব্রুয়ারী দিবাগত রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের র্যাব রুমের তালা ভেঙে অজ্ঞাতনামা চোর চক্র ৩ লাখ ৫০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৭ টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।উক্ত ঘটনায় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন ( মামলা নং -০৫, তারিখ -১২/০২/২০২৩ ইং, ধারা-৩৮০ দঃবিঃ)।
এই মামলার পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যেই সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরীর নেতৃত্বে পৃথকভাবে পুলিশের দুটি টিম ১২ ই ফেব্রুয়ারী দিবাগত রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ ই ফেব্রুয়ারী ভোরে শান্তিগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও নিবাসী মৃত মোঃ আব্দুর রশীদ এর ছেলে চোর চক্রের সদস্য মহিনুর ইসলাম অনিক(২৫) ও একই উপজেলার বীরগাঁও গ্রাম নিবাসী মোঃ জাহান নূর এর ছেলে চোর চক্রের সদস্য জামিল আহমেদ (২৩) কে গ্রেপ্তার করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩ লাখ ৫০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৭ টি ল্যাপটপ উদ্ধার করেছেন।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী বলেন, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় এর চুরির ঘটনায় প্রধান শিক্ষক এর মামলার পরিপেক্ষিতে চুরি যাওয়া ৭ টি ল্যাপটপ উদ্ধার সহ চোর চক্রের সদস্য জামিল ও অনিককে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।