প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:০১:৩৪ অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুরের দক্ষিন পাড়া কাজী মাসুদ মিয়ার(ভারাটিয়া) নিখোঁজ মোঃ রহিজুল ইসলাম(৮০)নামের এক ব্যক্তি নিজ ভারা বাসা থেকে বের হবার পর নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মোঃ রহিজুল ইসলাম(৮০) একজন মানুষীক রোগী তিনি গত ৩ ডিসেম্বর ২০২২ইং রোজ: শনি বার অনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় নিজ বাসা থেকে বের হবার পর আর বাসায় পেরা হয়নি।
ওনার স্থায়ী ঠিকানা ভোলা জেলার ভালা সদর থানার ভোলা গ্রামে ওনার বয়স ৮০ বছর, গায়ের রং শ্যামলা, গুলাকার মুখ মন্ডল,মুখে সাদা রঙ্গের দাড়ি ও উচ্চতা ৫ ফুট, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো টি-শার্ট ও লুঙ্গী তার পরিবার জানিয়েছে, তিনি গত ৩ ডিসেম্বর ২০২২ইং সকাল ১০ ঘটিকায় বাসা থেকে বের হবার পর সন্ধ্যার পরে ও বাসায় পারেন নি।
ঐ দিন সন্ধ্যায় বাসায় না পিরাতে আশে-পাশে পরিবারের লোক জন খোঁজা-খোঁজ করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ব্যক্তির ছেলে মোঃ নুর সোলাইমান ইসলাম। জিডি নং-১৫৯/২২ তারিখ-০৪/১২/২০২২ খ্রিঃ।মোঃ রহিজুল ইসলামের(৮০) সন্ধান পেলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৩৩৫০) ওনার ছেলে মোঃ নুর সোলাইমান(০১৯১৫-৭৮০৬১৭/০১৭৪৪-৬৫২৯২৬) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।