• অনিয়ম / দুর্নীতি

    নবীগঞ্জে সরকারি জায়গা থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৫১:৫২ অনলাইন সংস্করণ

    আব্দুল-কাইয়ূম, নবীগঞ্জ(হবীগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের সঈদপুর টু ইনাতগঞ্জ বিশ্বরোডের পাশে বাসের ব্রিজ নামক স্থানে সরকারি জায়গা থেকে দিনদুপুরে এলাকার মানুষের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক ভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, বাটপাড়া গ্রামের আব্দুর রহিমের বিরুদ্ধে।
    গাছ কাটার খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের তহশীলদারের নেতৃত্বে রাসেল আহমদ সহ প্রশাসনের একদল লোক গাছ কাটার দৃশ্য পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন এবং গাছ কাটা অবস্থায় ৫টি গাছ জব্দ করেন। ভূমি অফিস সূত্রে জানা যায়, রোডের পাশে খালের উপরে, বিগ বড় একটি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটা অবস্থায় আঃ রহিম কে পাওয়া যায়।
    গত শনিবার ও রবিবার সকালে কামারগাঁও মৌজায়, সরকারি খাস জমি থেকে সরকারি মেহগনি ও কদম মোট ৫টি গাছ কোনো অনুমতি ছাড়াই কেটে নেয়।
    আব্দুর রহিম গংরা। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ইনাতগঞ্জ ভূমি অফিসের সহকারী তহশিদার মোঃ রাসেল আহমদ সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পান। তবে কেনো মামলা হবে কিনা জানতে ছাইলে তিনি বলেন কাগজপত্র দেখে পরে জানাব।
    এদিকে এলাকাবাসী গাছ কাটার বিষয়ে জানান, আমাদের চলাচলপথ রক্ষা করে গাছে ,সেই গাছ কেটে পেলায় রাস্তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
    তাই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী।

    0Shares

    আরও খবর

    Sponsered content