• সুনামগঞ্জ

    দোয়ারাবাজারের বিকাশ প্রতারক ও ছিনতাইকারী সালেহ আহমদকে গ্রেফতারের দাবী

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৪৯:৪৭ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ছিনতাইকারী বিকাশ প্রতারক সালেহ আহমদ (৩২) কে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়,গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় দোয়ারাবাজার উপজেলার পূর্ব নৈনগাঁও গ্রামস্থিত সন্তু শাহ পীরের মাজারের দক্ষিণ দিকে অবস্থিত দোয়ারাবাজার টু ছাতক রাস্তার উপরে পূর্ব

    পরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রকে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র সহকারে একই উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আওয়ামীলীগ নেতা মৃত আব্দুল আওয়াল দলিক এর পুত্র মোঃ এনামুল হাসান হৃদয় (৩২) কে প্রাণে হত্যার ভয় দেখিয়ে বেদম মারপিটক্রমে গুরুতর আহত করে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাই করে নেয়।

    ঘটনার পর গুরুতর আহত এনামুল হাসান হৃদয় (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবুসহ উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে দেখতে যান।

    ঘটনার দায়ে আহত এনামুল বাদী হয়ে ছিনতাইকারী পূর্ব নৈনগাঁও গ্রামের মোঃ আবুল কালামের পুত্র জামিল মিয়া (২০) ও সালেহ আহমদ (৩২),মৃত আব্দুল মতলিবের পুত্র সাইফুল ইসলাম (৩০),আব্দুল খালিদ এর পুত্র হাবিব মিয়া (২৭) সহ অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় দন্ডবিধি আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ ধারায় মামলা নং ১৪ তাং ১৭/০২/২০২৩ইং দায়ের করেন। এই ঘটনায় প্রধান আসামী জামিল মিয়াকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার মূলহুতা বিকাশ প্রতারক সালেহ আহমদ এখনও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে।

    মামলার বিবরণে প্রকাশ,গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুইদিন স্থানীয় বাংলাবাজার ও হকনগর বালিউড়া বাজারের ব্যবসায়ীদের দোকানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর মালামাল ডেলিভারি দিয়ে পূর্বের বকেয়া ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা উত্তোলন করে উত্তোলনকৃত টাকা একটি ব্যাগের মধ্যে রেখে গন্তব্যস্থলে মোটর সাইকেলযোগে রওয়ানা হওয়ার প্রাক্কালে ঘটনাস্থলে তাকে একা পেয়ে টাকার ব্যাগ ও একটি স্মার্টফোন ছিনতাই করে নেয় সালেহ আহমদ চক্র। বর্তমানে আহত এনামুল হাসান হৃদয় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এলাকাবাসী এনামুল হাসান হৃদয়ের উপর বর্বরোচিত হামলা এবং তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের টাকা ও স্মার্টফোন ছিনতাইকারী সালেহ আহমদকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বলেন,“খুব বিপদে আছি, আত্মীয় ঢাকা হাসপাতালে ভর্তি, জরুরী ভিত্তিতে টাকা পাঠাতে হবে। আমার ভাই টাকা নিয়ে আসছে তার আগে টাকাটা পাঠাতে হবে ঢাকায়। ভাই আসতে আসতে টাকাটা পাঠিয়ে দিন বিকাশে ততক্ষণ আমি এখানেই থাকবো”এরকম বিভিন্ন প্রতারণামূলক কথাবার্তা বলে বিকাশ এজেন্টদের ভুলিয়ে ভালিয়ে ক্যাশ টাকা ছাড়াই টাকার কথা বলে নিজের বিকাশে টাকা ঢুকায় প্রতারক সালেহ আহমদ। দোকানে কিছুক্ষণ অবস্থান করে বারবার ফোনে তাগাদা দিতে থাকে টাকা নিয়ে আসার জন্য। সুযোগ বুঝে টাকা না দিয়েই চম্পট হয়ে যায় দোকান থেকে। একই পদ্ধতিতে গত ডিসেম্বর মাসে দুদিনে সুনামগঞ্জ জেলা শহরের কয়েকটি দোকানের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ঐ প্রতারক। পৌর শহরের আলফাত স্কয়ারের সেবা ফার্মেসীর পাশের একটি বিকাশ এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারনার মাধ্যমে দশ
    হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর সিসি ক্যামেরা দেখে তার চেহারা শনাক্ত করেন দোকান মালিক। পরের দিন সন্ধ্যায় একইভাবে দিরাই রাস্তার মদনপুর পয়েন্টের একটি দোকানে প্রতারণা করার সময় জনতার হাতে আটক হয় সে।
    দিরাই রাস্তায় প্রতারক সালেহ আহমদের আটকের খবর পেয়ে আলফাত স্কয়ারের প্রতারণার শিকার হওয়া এজেন্ট এবং মল্লিকপুরের আরেক ব্যবসায়ী মদনপুরে গিয়ে এই প্রতারকের কাছ থেকে তাদের টাকা উদ্ধার করেন।

    পুলিশি ঝামেলা এড়াতে প্রতারণার শিকার হওয়া তিন দোকানী আটক প্রতারক সালেহ আহমদকে ছেড়ে দেয়ায় এনামুল হাসান হৃদয়ের টাকা ছিনতাইয়ের সুযোগ পায় সে। অবিলম্বে তাকে গ্রেফতার না করলে আরো অনেকে তার হাতে ছিনতাইয়ের শিকারসহ প্রতারিত হবেন বলে আশংকা করছেন এলাকার লোকজন।

    দোয়ারাবাজার থানার ওসি নন্দলাল ধর বলেন, আমরা ছিনতাই এর ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছি। দায়েরকৃত উক্ত মামলার অপর আসামী সালেহ আহমদসহ জড়িত সকলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি।

    আরও খবর

    Sponsered content