প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৫৩:২৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় চিনির ২ হাজার ৭৫০ কেজি বস্তার চালান আটক করেছে র্যাব।
এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগকে দুই জনকে আটক করে র্যাব৷ আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে কেজাউড়া গ্রামের মো আব্দুল কাদিরের ছেলে রেজাউল করিম ও রণ বিদ্যা গ্রামের আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২৭৫০ কেজি ভারতীয় চিনিসহ ০২ জন পেশাদার চোরাকারবারী গ্রেফতার করা হয়। এসময় ভারতের চিনিগুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি ফ্রেশ এর বস্তায় মোড়ানো ছিল।
র্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানির কামান্ডার লে. কর্ণেল সিঞ্চন চৌধুরী বলেন, এ চক্রটি বাংলাদেশি বস্তায় মোড়িয়ে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো, গোপন সংবাদের ভিত্তিরতে পাচারকালে ব্যাবহার করা পিকআপসহ পলাশ বাজার থেকে গ্রেফতার করা হয়।