• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৫৬:৩৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দি হাঙ্গার প্রকল্পের উদ্যোগে জগন্নাথপুরে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর হলরুমে তিন দিন ব্যাপী ইয়ূথ এ্যামভেসটর ট্রেনিং কর্মশালা শেষে ১৬ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার অত্র প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও পরিচালনায় সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব এর যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, দি হাঙ্গার প্রকল্পের হিসাব রক্ষক কুদরত পাশা, দি হাঙ্গার প্রকল্পের ইয়ূথ মোবালাইজেশন কর্মকর্তা আবু সাঈদ, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগ এর সভাপতি আব্দুল মুকিত ও জগন্নাথপুর উপজেলা ছাত্র দল এর সভাপতি মামুন আহমদ প্রমূখ।

    পরে অনুষ্ঠান এর অতিথি বৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content