প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:০৪:৫৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে চুরির গরুসহ চোর ইমন(২০) নামক এক যুবককে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোর্পদ করেছেন জনতা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ৭ ই ফেব্রুয়ারী ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন আলাগদী গ্রামের বড়বন হাওর দিয়ে উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাটকুরা গ্রাম নিবাসী সুজন মিয়ার ছেলে ইমন মিয়া (২০) একটি ষাড় গরু নিয়ে এলোমেলো ভাবে দ্রুত গতিতে যাচ্ছিল।
এময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গরু সম্পর্কে জিজ্ঞাসাবাদ এর এক পর্যায়ে সে গরু রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষনাৎ উপস্থিত জনতা ষাঁড় গরুসহ কতিথ এই গরু চোর ইমন মিয়া(২০) কে
আটক করেন।
জনতার জিজ্ঞাসাবাদে কতিথ ইমন মিয়া(২০) জানায় এই উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুড়িহাল গ্রামের সাকির মিয়ার গরু সে চুরে করে এনেছে।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা গরুসহ চোর ইমন মিয়া (২০)কে পুলিশে সোর্পদ করেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আলিম উদ্দিন।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, চুরির গরুসহ চোর ইমনকে আটক করেছি।গরুর মালিক পাওয়া গেছে। আটককৃত গরু চোর ইমনকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
Notifications