প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১:১৪:৪৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে পৃথক অভিযানে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
যেকোন ওয়েবসাইট তিরী করতে যোগাযোগ করুন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অলক দাস ও এসআই মোঃ আব্দুস ছত্তার ২০ শে ফেব্রুয়ারী দিবাগত রাতে পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রাম নিবাসী আলতাফ আলীর ছেলে মিজানুর রহমান, গোষগাঁও গ্রাম নিবাসী রুশন আলীর ছেলে শহীদুল ইসলাম ও মৃত ইমতাজ আলীর ছেলে আক্তার হোসেনকে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।
তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের ২১ শে ফেব্রুয়ারী আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।