প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৩৩:৩৭ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ হত-দরিদ্র, গরীব অসহায় জনসাধারণকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান এর লক্ষে জগন্নাথপুরে আল-তাজিদ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী চক্ষু সেবা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” আল – তাজিদ ফাউন্ডেশন ” এর মাধ্যমে প্রতিষ্ঠালগ্ন ২০০৫ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, সুপীয় পনির ব্যবস্থা ও ঘর নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে হত-দরিদ্র অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন এই সংগঠন এর চেয়ারম্যান সিলেটের ওসমানী নগর উপজেলার উমর উপর ইউনিয়ন এর বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বশর আলী।
এরই ধারাবাহিকতায় আজ ২৪ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” আল-তাজিদ ফাউন্ডেশন ” এর উদ্যোগে ও অর্থায়নে এবং ওসমানী নগর উপজেলার ইলাশপুরস্থ ভার্ড চক্ষু হাসপালের সহযোগিতায় কলকলিয়া ইউনিয়ন এর হতদরিদ্র ৬ শত ৬৫ জন পুরুষ -মহিলার মধ্যে ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
তমধ্যে ১৭২ জনের চশমা পরীক্ষার মাধ্যমে ১৬৮ জনের মধ্যে চশমা, ২০৭ জনের মধ্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এবং ৬৬ জন ছানি রোগীর মধ্যে ৪২ জনকে চোখের ছানি অপারেশন এর জন্য ইলাশপুরস্থ বার্ড চক্ষু হাসপালে নেওয়া হয়েছে। চিকিৎসা বাবত সম্পূর্ণ ব্যয়বার আল- তাজিদ ফাউন্ডেশন বহন করছে। এই ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন, আল-তাজিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বশর আলী, আল- তাজিদ ফাউন্ডেশন এর বাংলাদেশ প্রতিনিধি বদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, আল- তাজিদ ফাউন্ডেশন এর কোঅডিনেটর ফজলুর রহমান, আল- তাজিদ ফাউন্ডেশন এর মেম্বার তছলিম খান, ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আহমেদ, আল- তাজিদ ফাউন্ডেশন এর বলান্ডিয়ার সাদিকুর রহমান, আয়াছুল হক ইমন, আল- তাজিদ ফাউন্ডেশন এর শেরপুর প্রতিনিধি মুহিবুর রহমান, সিলেটের ওসমানী নগর উপজেলার ইলাশপুরস্থ ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার শফিকুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার ফখরুল কিবরিয়া ভূঁইয়া, মেডিকেল অফিসার ইমরান আলম, মেডিকেল অফিসার ফুরকান উদ্দীন, রিফ্রাকশনিষ্ট ফারজানা আক্তার, রিফ্রাকশনিষ্ট মোস্তাকিমা আক্তার, অপটশিয়নি শংকর দে, কাউন্সিলর রুমী বেগম, ডক্টর এটেনমেন্টস আমিনা বেগম, ফার্মাসিস্ট খায়রুল আলম ও প্যারামেডিক শারমিন জাহান বৃষ্টি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এ ব্যাপারে আল- তাজিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বশর আলী একান্ত আলাপকালে বলেন, আমাদের পরিবারবর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন আল- তাজিদ এর প্রতিষ্ঠাতালগ্ন ২০০৫ সাল থেকে ক্ষা, স্বাস্থ্য, সুপীয় পনির ব্যবস্থা ও ঘর নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে হত-দরিদ্র অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতেও মানব কল্যানে কাজ করার সংকল্প রয়েছে। আমরা যাতে এই সংগঠন এর মাধ্যমে সর্বদা কাজ করে যেতে পারি সেই জন্য সকলের দোয়া কামনা কামনা করছি।