• সারাদেশ

    গুলশানের আগ্নিকাণ্ডে মৃত্যু ১, জীবিত উদ্ধার ২২ জন, আশঙ্কাজনক ৪

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:০৮:২৯ অনলাইন সংস্করণ

    রাজধানীর গুলশানের -২ নম্বরের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন লাফিয়ে পড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ভবনের বিভিন্ন তলা থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    রোববার রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢুকতে দেখা যায়। তবে তখনো ভবনের কয়েকটি তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল। উদ্ধারকর্মীরা জানান, তখনো ভবনের ভেতরে কয়েকজন আটকা ছিলেন। এ ছাড়া অনেকে ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ১১ তলা থেকে তাঁরা ১৩ জনকে জীবিত উদ্ধার করেছেন। এর মধ্যে নারী ৮ জন, পুরুষ ৪ জন ও ১টি শিশু।

    ভবনে অগ্নিকাণ্ডে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি জানান, এদের মধ্যে তিনজন দগ্ধ হয়েছেন।

    সন্ধ্যা ৭টার পর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে আনতে থাকেন তারা।

    ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যেই আগুন ভবনের ১২ তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের আরও ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও সেখানে কাজ করে।

    রোববার রাত সোয়া ১১টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবন থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content