প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৩৮:৪৩ অনলাইন সংস্করণ
ডেস্ক নিউজ :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পাঁচগাতিয়ায় গাজীকালুর ওরসে জুয়ার আসর থেকে ৫ জুয়ারীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।এসময় নগদ টাকা,জুয়া খেলায় ব্যবহৃত নানা সরঞ্জাম ও ৬ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেটও জব্দ করা হয়।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত দেড়টার সময় চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়ায় গাজী কালুর ওরস চলাকালে গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে,সেখানে জুয়ার আসর বসেছে।
পরে অভিযান চালিয়ে ফজলু মিয়া,পরশ আলী,জামাল মিয়া,লিয়াকত আলূ ও নুর ইসলাম নামের ৫ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।এসময় তাদের দখলে থাকা ২ হাজার ১শ টাকা, জুযার সরঞ্জাম ও ৬ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ শফিকুল ইসলাম বুধবার (০২ ফেব্রুয়ারি) নিশ্চিত করে বলেন, আটককৃতরা চুনারুঘাট উপজেলার স্বর্নরেখ,নরপতি, মিরাশী,পাঁচগাতিয়া ও কালাপুর গ্রামের বাসিন্দা।
অভিযানে নেতৃত্বানকারী কর্মকতা এসআই সোহেল রানা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় জুয়া আইনের সংস্লিষ্ট ধারায় মামলা রুজু করেছেন.
বিজ্ঞপ্তি