প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০৪:৪৭ অনলাইন সংস্করণ
বালাগঞ্জ( সিলেট) সংবাদাতাঃ সিলেটের ওসমানীনগরে উপজেলা ভূমি অফিসে নানা অনিয়ম ও মোটা অংকের টাকার বিনিময়ে নামজারী করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক ভুক্তভোগীরা বলেন অনলাইন আবেদন করার পর আবেদন থেকে মালিক পক্ষের নাম্বার সংগ্রহ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার রাজীব দাস পুরকায়স্থ নিজে নামজারী আবেদন কারী লোকজনদেরকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে অফিসে দেখা করার জন্য বলেন। অফিসে যাওয়ার পর ভোক্তভূগীদের দলিল ও পর্চায় নানা ত্রুটি এবং অসুবিধার কথা দেখিয়ে তিনির অধিনস্থ অফিসারদের সাথে যোগাযোগ করার জন্য বলেন ।
এতে একাধিক ভুক্তভোগীরা অফিসে যোগাযোগ করলে অফিস কতৃপক্ষ ভোক্তভূগীদের কাছে মোটা অংকের টাকা দাবী করেন। এতে টাকা দিতে পারলেই নামজারী হয়।
এদিকে উপজেলার তাজপুর ইউনিয়নের উদরকোনা (পালপাড়া) গ্রামের নামজারী আবেদন কারী একজন ভোক্তভোগী অসুস্থ মোঃ সিরাজ মিয়ার স্ত্রী আফতেরা বেগম বলেন আমার স্বামী মারাত্নক অসুস্থতায় দীর্ঘদিন ধরে সজ্জাসায়ী আমাদের কোন অবলম্বন না থাকায় আমার স্বামীর নিজ নামীয় ৭ শতক ভূমি বিক্রি করে চিকিৎসার টাকা সংগ্রহ করতে চাইলে আমাদের ৭ শতক ভূমি নামজারী করার জন্য আবেদন করি। যাহার অনলাইন আবেদন নম্বর-২৩৫৮৪৪৩, মোজা ইসলামপুর উত্তর, জেএল না-১০৮, খতিয়ান নং-৪৫৬,দাগ নং-৮৮৩ এতে
আমার স্বামীর নিজ নামীয় নির্ভেজাল জমি নামজারী করতে ৬০ হাজার টাকা দাবী করে একজন অফিস সহকারী নগদ ২০ হাজার টাকা নিয়ে নামজারী করে দিয়েছেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজীব দাশ পুরকায়স্থ এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে আলাপ করলে তিনি বলেন গত ১ তারিখে উক্ত ভূমি নামজারী করে দেওয়া হয়েছে তবে ২০ হাজার টাকা নেওয়ার কথা এড়িয়ে গিয়ে তিনি বলেন বিষয়টি আমি দেখছি।