• রাজনীতি

    আজ রাজপথে সিলেটে আ.লীগ-বিএনপি মুখোমুখি হচ্ছে

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৫৩:০৮ অনলাইন সংস্করণ

    সিলেটের রাজপথে সরব আওয়ামী লীগ-বিএনপি। আজ দুই দল মুখোমুখি হচ্ছে রাজপথে। শনিবার দুপরে রেজিস্ট্রারি মাঠে সিলেটে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আর একই দিনে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

    সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেটের রাজনীতিতে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমরা বিশ্বাস করি যার যার কর্মসূচি যার যার মতো করেই পালন করবে। তবে কোনো প্রতিবন্ধকতা আসলে সেটা জয় করেই বিএনপি নেতাকর্মীরা তাদের কর্মসূচি সফল করবেন।

    মহানগর বিএনপির মহাসচিব মিফতাহ সিদ্দিকী বলেন, শনিবার দুপুর ২টা থেকে রেজিস্ট্রারি মাঠ বিএনপির দখলে থাকবে। সমাবেশ সফল করতে প্রায় এক সপ্তাহ ধরে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশ সফলে সিরিয়াস।

    এদিকে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল- শনিবার সিলেট রেজিস্ট্রারি মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়- রেজিস্ট্রারি মাঠে অন্য আরও একটি দলের সমাবেশ থাকায় শনিবার বিকাল ৩টায় সিলেট শহিদ মিনারের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

    এ প্রসঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, কেন্দ্রের নির্দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিকাল ৩টায় সিলেট কেন্দ্র এ শান্তি সমাবেশ করছে। আওয়ামী লীগ কোনো ধরনের সন্ত্রাস-নৈরাজ্য বরদাশত করবে না।

    সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির একই দিনে পালটাপালটি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক রয়েছে।

    সূত্রঃ যুগান্তর

    আরও খবর

    Sponsered content