• ত্রাণ বিতরণ

    ২ শতাধিক প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বন্ধন

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ৮:৪১:৩৩ অনলাইন সংস্করণ

    আল-হেলাল: বন্ধন মানবিক কল্যাণ সংস্থার পক্ষ হতে ২ শতাধিক প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অডিটরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মোজাম্মেল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রকনুল হক ও শহর সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুজ্জামান। বক্তব্য রাখেন বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল, পরিচালক মোঃ মজিবুল হক ও আশীষ চন্দ্র সীল প্রমুখ।

    শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় সমাজসেবা পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই করোনা ও বন্যা দুর্যোগ মোকাবেলা করেছে সেবা প্রতিষ্ঠান বন্ধন। এই সংস্থার শীতবস্ত্র বিতরনে উপস্থিত থাকতে পেরে আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি। আমরা এর সার্বিক সফলতা কামনা করছি।

    আরও খবর

    সুনামগঞ্জ পৌরমেয়র নাদেরের ব্যাপক ত্রাণ তৎপরতাঃ ৩য় দিনে ১৫শত পরিাবারে খাদ্যসামগ্রী বিতরণ

    প্রধানমন্ত্রীর পক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক চপলের একহাজার নারী পূরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ

    সুরিয়ারপাড় মাদরাসায় কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর

    সুনামগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর দেয়া নির্মিত ১০টি ঘর পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার

    সুনামগঞ্জ সদর উপজেলায় ক্যারাবান অব মার্চারি ইউকের উদ্যোগে একহাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ

    ঈদুল আযহা উপলক্ষে কলকলিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু

    Sponsered content