প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৩ , ২:৪৯:২৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে দুদিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমির একটি প্রকল্পের অধীনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সাহিত্য মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।
পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সাদিক বলেন, সাহিত্য দিয়ে আমরা ইতিহাসকে চেনার চেষ্টা করব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে সাহিত্যিকদের ভালোবাসেন, তাদের মূল্যায়ন করেন। উনার মত নেত্রী যদি বাংলাদেশের দায়িত্বে আছেন বলেই বাংলাদেশের সকল মানুষ নিরাপদ আছে।
এসময় উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, বাংলা একাডেমির উপ—পরিচালক ড. একেএম কুতুব উদ্দিন প্রমুখ।
দুদিনব্যাপী এ আয়োজনে সাহিত্য, প্রবন্ধপাঠ ও আলোচনা লেখক কর্মশালাসহ সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে থাকছে এই মেলায় নানা আয়োজন।