প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৪:১৩:৪৯ অনলাইন সংস্করণ
ক্রাইম প্রতিবেদক:- গত -১৯/০১/২০২৩ ইং তারিখে সিলেট সাইবার ট্রাইবুনাল কোর্টে ফয়ছল কাদির বাদী হয়ে – জসিম উদ্দিন (৩৮).সিলেট হর অজ্ঞাত, রায়হান হোসেন মান্না (২৫) আব্দুল আউয়াল শিপার চৌধুরী (৪২) কামরুল ইসলাম জয়(৩৭). মেছমাউল আলম মহন (৪১), আবুল হাসান(৩৬) তারেক হোসেন (২১) সিলেট এর বিরুদ্ধে মামলা দায়ের করেন, মামলা নং(১৭/২৩) এজাহারে উল্লেখিত বিবাদীরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনলাইন পোর্টালে বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রচার করিয়া অপপ্রচার করিয়া আসতেছে।
বিবাদীরা বাদী ফয়ছল কাদিরের নামে বেনামে ফেসবুক আইডি খুলে সাংবাদিক হানিফের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। এবং মুক্তির ৭১ নামক অনলাইন পোর্টাল থেকে সাংবাদিক হানিফের বিরুদ্ধে নিউজ প্রকাশ করে, এমন কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করায় সাংবাদিক হানিফ বাদী ফয়ছল কাদির কে অবগত করেন।
উক্ত মানহানিকর পোস্ট ও কুরুচিপূর্ণ ভাষায় লেখালেখি দেখে সাংবাদিক হানিফ হেয় প্রতিপন্ন হন।
১ নং বিবাদী ফেসবুকে নিজ আইডি থেকে ও তাহার ব্যবহিত ফেক আইডি থেকে সাংবাদিক হানিফ বাদী ফয়ছল কাদির সহ অসংখ্য গুনি জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার করে আসছে, এবং কুকুরের ছবির সাথে সাংবাদিক হানিফের ছবি এডিট করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বলে দেখা গেছে এবং অন্যান্য বিবাদীগন বিভিন্ন নামে বেনামে ফেইসবুক আইডি খুলে লাইক এবং কুরুচিপূর্ণ কমেন্ট ও শেয়ার করেন বিবাদীগন বিবাদী সাংবাদিক ফয়ছল কাদিরের সম্মান নষ্ট করেছে ।
বিবাদীগনের বিরুদ্ধে সিলেট এসএমপি সহ – বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, ৩ নং বিবাদী রায়হানের বিরুদ্ধে ধর্ষণসহ ৪ টি মামলা
এয়ারপোর্টে থানা মামলা নং ০১ তারিখ ৩/১/২০১৯ ইং আপন শালীকে ধর্ষণের মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা নং ৬০৮/২১ ইং, শাহপরান সি আর ২৯২/২০২১ইং, ডিজিটাল নিরাপত্তা মামলানং ১০৬/২১, সাইবার পিটিশন মামলা নং ৮১/২০২২ ইং ও অসংখ্য জিডি রয়েছে তাহার বিরুদ্ধে
ব্যাটেলিয়ান র্যব ৯ অভিযোগ নং ১৯১০ তারিখ ২২/১২/২২, পুলিশ কমিশনার বরাবর অভিযোগ ২২/১২/২২ তারিখে শাহপরান রঃ থানায় অভিযোগ
২১/১২/২২ ইং- জিডি নং,৮১৪ তারিখ ১৪/১০/২১ ইং -পুলিশ কমিশনার বরাবর অভিযোগ তারিখ ১৯/১০/২১ ইং-বিভিন্ন থানায় রয়েছে অসংখ্য জিডি প্রতারণা মামলার আসামী শিপার চৌধুরীর বিরুদ্ধে এসএমপি কোতোয়ালি থানা মামলার নাম্বার ৪৭/৯৬২ তারিখ ১৬/১২/২০২১ইং কোতোয়ালি জি আর ৯৬২/২১ ইং অভিযোগ দাখিল হয়েছে আদালতে অভিযুক্ত করে অভিযোগ নাম্বার ৬৫৭/ ধারা ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ , প্রতারণা মামলা
শিপার সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট ১ নং আমলী আদালত মৌলভীবাজার, মামলার নং ৪০৬ / ১৯ ইং বিবাদী কামরুল ইসলাম জয় ( জনি) ৩০ বোতল -ফেনসিডিল নিয়ে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলো শুধু তাই নয় তাহার বিরুদ্ধে গাড়ি ভাংচুর সহ একাধিক মামলা
রয়েছে বিশেষ ক্ষমতা ১৩৭/১৩ ইং তারিখের।
১ নং বিবাদী জসিম উদ্দিন এর বিরুদ্ধে রয়েছে অসংখ্য জালিয়াতির অভিযোগ ও আদালতে মামলা তদন্ত তদন্তধীন অবস্থায় রয়েছে।
জসিম উদ্দিন একজন মরণব্যাধি ইয়াবা সেবনকারি ও ডিলার দীর্ঘদিন ইয়াবা সেবন রোধে তার পরিবার চিকিৎসার জন্য মাদকাসক্ত পুর্নবাসন কেন্দ্র রিহাব সেন্টারে রেখেছিলো। কিছুদিন থাকার পর বাহির হয়েই কৌশলে আবার গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট গ্রুপ।
এ বিষয়ে সাংবাদিক ফয়ছল কাদির বিবাদীগনের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরে লিখিত অভিযোগও করেছেন বলে জানা গেছে ।
সূত্রঃ prithibirkotha.com