• সারাদেশ

    মাদারীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি : বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৩:৫৭:১৮ অনলাইন সংস্করণ

    মাদারীপুরে দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি ও ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তুহিন মৃধাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে সৈয়দ কাওসার, সৈয়দ আকতার, সৈয়দ আউয়াল, সৈয়দ আজাদের বিরুদ্ধে ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

    জিডি সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসারে সেপটিক ট্যাংক ভাঙার অভিযোগে গত ১১ জানুয়ারি ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, ডাসার ইউনিয়নের ৮ নম্বর ইউপি সদস্য সজীব মাতুব্বর, ডাসার গ্রামের সৈয়দ আজাদ আলী, সৈয়দ কাওসার হোসেন, সৈয়দ আখতার হোসেন, সৈয়দ আলাউল হোসেন ও সালেহা বেগমকে একই গ্রামের সৈয়দ নওশেদ আলীর পক্ষে লিগ্যাল নোটিশ দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নুরুল ইসলাম চৌধুরী।

    নিউজ পোর্টাল ও ই-কমার্স সহ যেকোন ওয়েবসাইট তৈরীর জন্য যোগাযোগ করুন।

    এ ঘটনায় গত শনিবার ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করার সময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উপস্থিত ছিলেন দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি ও ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তুহিন মৃধা। এ ঘটনার নিউজ প্রকাশ হওয়ার পরে সাংবাদিক তুহিন মৃধার ওপর ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার সৈয়দ আজাদ আলী, সৈয়দ কাওসার হোসেন, সৈয়দ আখতার হোসেন, সৈয়দ আলাউল হোসেন তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সাংবাদিক তুহিন মৃধা।

    সাংবাদিক তুহিন মৃধা বলেন, ঘটনাস্থল আমার একই এলাকায় হওয়ার সুবাদে জেলার সাংবাদিকদের সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেই সংবাদ প্রকাশের পর থেকেই আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তারা। আমার প্রাণ এখন সংশয়ে আছে।

    জানতে চাইলে এ বিষয়ে মাদারীপুর ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, সাংবাদিককে প্রাণনাশের প্রসঙ্গে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content