• আহত / নিহত

    বাঞ্ছারামপুরে প্রকাশ্যে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ৩:০৫:৫০ অনলাইন সংস্করণ

    পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ওলি মিয়াকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

    রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে নিহতের বাড়ির পশ্চিম পাশে জমিতে এ ঘটনা ঘটে।

    নিহত ওলি মিয়া ছলিমাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি তাতুয়াকান্দি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

    ঘটনাস্থল প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওলি মিয়া ও ইকবাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কিন্তু ওলি মেম্বার হামলা-পালটাহামলা এবং মামলার হয়রানি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন।

    সেজন্য এমন পরিবেশ থেকে পরিবারকে রক্ষা করতে সপরিবারে শান্তিপূর্ণ জীবনযাপন করতে উপজেলা সদরে বসবাস করছিলেন। সেই উদ্দেশে তার বড় ছেলেকে কুয়েতে পাঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি ওলি মিয়ার।

    রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে তার বাড়ির পশ্চিম পাশে জমিতে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইকবালের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

    আরও খবর

    Sponsered content