প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৩ , ১:৫৫:২৯ অনলাইন সংস্করণ
নিজেদের মাঠে দর্শকদের উল্লাস-আনন্দে মাতিয়ে দারুণ জয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল সিলেট স্ট্রাইকার্স। শনিবার বিপিএলের সিলেট পর্বের দ্বিতীয় দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে উড়িয়ে দিল সিলেট স্ট্রাইকার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার মেহেদি মারুফের ফিফটির সঙ্গে শুভাগত হোমের ঝড়ো ফিফটিতে চট্টগ্রাম তোলে ২০ ওভারে ১৭৪ রান।
লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং হলেও পেরিয়ে যেতে খুব বেগ পেতে হয়নি সিলেটকে।
নাজমুল হোসেন শান্ত দলকে এনে দেন উড়ন্ত সূচনা। বাজে সময় কাটিয়ে রানে ফেরেন মুশফিকুর রহিম। আসরে প্রথম খেলতে নেমেই দুর্দান্ত এক ম্যাচ জেতানো ক্যামিও খেলেন রায়ান বার্ল। সিলেট জিতে যায় ১২ বল বাকি রেখেই।