প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৩ , ১:৩৭:৩১ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি। সুনামগন্জের দিরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম বারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে জনসভা করেছে উপজেলা যুবলীগ। শনিবার ২৮ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় থানা পয়েন্টে জনসভা অনুষ্ঠিত হয়।
গত বছরের ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ঢিলের আঘাত থেকে আত্মরক্ষার জন্য কেন্দ্রীয় নেতাদের চেয়ারকে ঢাল বানানোর দৃশ্য দেশজুড়ে আলোচিত হয়। পরে উপজেলা আওয়ামী লীগের যে কমিটি ঘোষণা করা হয়, সেটির সভাপতি বিএনপি থেকে অনুপ্রবেশকারী বলে দাবি করেন পদবঞ্চিতরা। দিরাই উপজেলা আওয়ামী লীগের সাম্প্রতিক কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানান বক্তারা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল সর্দার ও জুয়েল মিয়ার সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, এডভোকেট অবণী মোহন দাস, সৈয়দ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমদ,
শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা সীতেশ তালুকদার মঞ্জু, সবুজ কান্তি দাস, সৈয়দ তানজিল আহমদ, দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, মকসদ আলম, ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ, রফিনগর ইউনিয়ন আওমীলীগ সাধারণ সম্পাদক আল মামুন, দিরাই উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক বিশ্বজিত রায় বিশু, দিরাই পৌর যুবলীগেরভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমেদ, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, তাড়ল ইউনিয়ন যুবলীগ সভাপতি মহিত মিয়া, মুজিবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর সুহেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল হাইয়ূম, যুবলীগ নেতা মিজানুর রহমান, কাইয়ূম মিয়া, চান মিয়া চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে সুনামগঞ্জ-২ আসনে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।
জনসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হঠাতে বিএনপি-জামাতের ষড়যন্ত্রের মোকাবেলা করতে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দিয়ে সকল পর্যায়ের কমিটির গঠন করতে হবে। যারা হালুয়া-রুটির জন্য দল করে তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠন করা হোক যারা স্মার্ট বাংলাদেশের কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।