প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ১২:০০:০৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে জগন্নাথপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ১০ ই জানুয়ারী রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জিএমজি এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা ও মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও অন্যতম ট্রাষ্টি প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, শিক্ষক মাওলানা কবীর হোসেন এবং মোঃ সুয়েব আহমদ জায়গীরদার এর যৌথ পরিচালনায় বৃত্তি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. আবু নঈম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, শাহজালাল মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ চৌধুরী, সহ-সেক্রেটারী আবুল খয়ের, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন।
শিক্ষার্থী সুমাইয়া ইসলাম রিয়ানার কোরান তেলাওয়াত ও শান্তা রানী দাস এর গীতাপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত অত্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের সাধারন সম্পাদক ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার মিজানুর রহমান, ট্রাষ্টি খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আলিমা খাতুন, মু জামাল হোসাইন ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহিন আহমদ, শিক্ষার্থী অনিক সূত্র ধর,সালমান ফরাসী, প্রমুখ। অনুষ্ঠান এর শুরুতে অতিতি বৃন্দকে ফুল দিয়ে বরন করেন শিক্ষার্থী বৃন্দ। পরিশেষে জিপিএ -৫ প্রাপ্ত ৮৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও অর্থ তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ট্রাষ্টি আলহাজ্ব জমিরুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ফয়জুল হক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রভাষক মাওলানা নিজামুদ্দিন, ট্রাষ্টি সায়নূল হক, শিক্ষক মাওলানা নূর আহমদ, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা বেগম, মোঃ ইকবাল হোসেন, জুবায়ের আহমদ, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন । এছাড়াও অদ্য মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে শান্তিগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীদের মধে সম্মাননা সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।