প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ২:১৫:২৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে পৃথক অভিযানে দুই কেজি দুইশত গ্রাম গাঁজা ও এক হাজার আটশত উনত্রিশ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স ৩০শে জানুয়ারী দিবাগত রাতে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর নিবাসী সাজু মিয়া’র বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে
সাজু’র স্ত্রী মাদক ব্যবসায়ী ববিতা বেগম (২৫) ও জগন্নাথপুর উপজেলার সমধল ( নোয়াগাঁও) নিবাসী মৃত বারেক উল্লাহর ছেলে মাদক ব্যবসায়ী আলী হোসেন (৪২) কে গ্রেপ্তার করেন। এসময় তাদের নিকট হতে ১হাজার ৮ শত ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২ হাজার ৫ শত ৯০ টাকা উদ্ধার করেন।
পুলিশের উপস্থিতি টের পেয় মাদক ব্যাবসায়ী সাজু পালিয়ে যায়। উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদ্বয় সহ পলাতক আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিয়া উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স ৩০ শে জানুয়ারী দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাওঁ দক্ষিণ পাড়া গ্রাম নিবাসী ছমেদ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ছমেদ আলীর স্ত্রী মাদক ব্যাবসায়ী দিলারা বেগম ওরফে মস্তরা(৪০)কে ০২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয় মাদক সম্রাট ছমেদ আলী পালিয়ে যায়। উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী সহ পলাতক আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন বলেন, পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামীদের আজ ৩১ শে জানুয়ারী সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Notifications