• আইন আদালত/সাজা

    চট্টগ্রামে প্রতিবাদ করে গ্রেপ্তার মুস্তাকিমের দুই পায়ে শারীরিক নির্যাতন শনাক্ত করেছেন চিকিৎসকেরা

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ৪:০৫:০৩ অনলাইন সংস্করণ

    মুস্তাকিমকে আইনি সহায়তা দেওয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকের প্রতিবেদন ছাড়া মামলা করা যাবে না। মুস্তাকিমের শরীরের অবস্থা একটু ভালো হোক। হেফাজতে নির্যাতন নিবারণ আইনে পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে।’

    ব্যবস্থাপত্রে শারীরিক নির্যাতন শনাক্ত করেছেন চিকিৎসকেরা

    ব্যবস্থাপত্রে শারীরিক নির্যাতন শনাক্ত করেছেন চিকিৎসকেরা, ছবি: সংগৃহীত

    গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মুস্তাকিম। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। মুস্তাকিম অভিযোগ করেন, তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর ওই দিন রাত আটটার দিকে পাঁচলাইশ থানার হাজতখানা থেকে তাঁকে এক পুলিশ সদস্য পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে যান। সেখানে শুধু একজন পুলিশ সদস্য ছিলেন। পোশাকে তাঁর নেমপ্লেট ছিল না। লাঠি দিয়ে তাঁকে ১৫–২০ মিনিট পেটান ওই পুলিশ সদস্য। তবে ওসি ছিলেন না। তাঁকে দেখলে চিনবেন। পেটানোর সময় বারবার ওই পুলিশ সদস্য তাঁকে বলেছেন, ‘ওসি স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি?’ তবে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

    আরও খবর

    Sponsered content