• ক‌্যাম্পাস

    হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন চেয়ারম্যান একরার হোসেন

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ২:৫২:৫০ অনলাইন সংস্করণ

    এস এম উমেদ আলীঃ দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন কুলঞ্জ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মোঃ একরার হোসেন একরার! ১৭ ডিসেম্বর শনিবার সকালে হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ!
    অনুষ্ঠানকালে হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাজিদুল ইসলাম ও দাতা সদস্য শাহারিয়ার আহমদ শামীম বলেন, চতুর্থ বারের মত হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি হিসেবে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ একরার হোসেন একরার ভাইকে পেয়ে আমরা আনন্দিত,একজন সচেতন ও দায়িত্ববান লোক স্কুলের সভাপতি হিসেবে থাকলে স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ার মান ভালো হবে বলে আমরা মনে করি।
    ইতিপূর্বে তিনি শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন, যার ফলশ্রুতিতে স্কুল কলেজে উন্নীত এবং এসএসসি পরীক্ষায় দিরাই উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে। এ সময় উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মহিম উদ্দীন,মোঃ ফারুক মিয়া,মোঃ খয়রুল ইসলাম,মোঃ আমজাদ হোসেন, মহিলা সদস্যা মোছাঃ সাজনা বেগম, ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ শামীম মিয়া, সহ. শিক্ষক হারুন অর রশীদ, সহ.শিক্ষক জাকারিয়া হোসেন,সহ. শিক্ষক রিনা রায়,সহ. শিক্ষক আলমগীর হুসাইন, সহ. শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ!
    হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি একরার হোসেন একরার বলেন, শিক্ষার্থী এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব।
    ভাটি অঞ্চলের জনপদ হিসেবে সুপরিচিত আমাদের দিরাই উপজেলা, করোনা ও বন্যাসহ অনেক জড়তা কাটিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রেখে আমরা ঘুরে দাড়িয়েছি, শিক্ষকমন্ডলীদের অক্লান্ত পরিশ্রমে দিরাই উপজেলার মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আমরা সক্ষম হয়েছি! কমিটি ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে,বিশেষ করে দাতা সদস্য শাহরিয়ার শামীম শিক্ষার মানোন্নয়নে সদা সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে! শিক্ষার গুণগতমান ও একটি মডেল কলেজ গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন!

    আরও খবর

    Sponsered content