• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ৮:১৬:৪৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতা পূর্ব ও পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দীর্ঘ ৬৯ বছরের পথ পরিক্রমা অতিক্রম করে দেশের সাধারন মানুষের কথা বলে এসেছে জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদাপর্ণ উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে।

    শনিবার দুপুরে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

    দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ,সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,সাবেক সিভিল সার্জন ডা.সৈয়দ মোনাওয়ার আলী,শিক্ষাবিদ যোগেশ্বর দাস,সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, পৌর কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,ক্রীড়া সংগঠক দিলারা বেগম, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মি,সমাজকর্মী নির্মল ভট্রাচার্য্য,কবি ইকবাল কাগজী,জেলা কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সবাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান,সুনামগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো.আহমদ নুর,জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস,ব্যাংকার গোলাম আজাদ,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, ,দৈনিক কালেরকন্ঠ ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শামস শামীম,পৌর কাউন্সিলর মো.মোশাররফ হোসেন,সাংবাদিক ও অ্যাডভোকেট মো.আনোয়ার হোসেন,সমাজকর্মী মো.নুরুল হাসান আতাহের, পৌর কলেজের প্রভাষক মো.মানিক উল্লা,চ্যালেন ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, সুনামগঞ্জ জেলা অনরাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ,দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই,দৈনিক ইত্তেফাকের ছাতক উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম,ডিভিসির টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদ মনি,এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি লিপসন আহমেদ,সাংবাদিক সোহানুর রহমান, মো.আফজাল হোসেন,মো.মামুন মুনসী,বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব,জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রæপের সদস্য লুৎফুর রহমান লাবিব, আবু হামজা, রুহিত আহমেদ, আলী আজগর, ইজাজুল হক রবিন, তনুশ্রী দাস, মনোয়ারা বেগম প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক জনগণের সীমাহীন ভালবাসাই দীর্ঘ পথ চলার প্রেরণা যোগিয়েছে। ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবী মিটিয়ে এসেছে। জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় ঐ সোচ্চার ভূমিকা রেখেছে। যাদের ত্যাগ, পরামর্শ ও ভাল বাসায় দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যানে ভূমিকা পালন করে যাচ্ছে। শুধু তাই নয় সুনামগঞ্জের মানুষের রিদয়ে জায়গা করে নিয়েছে ইত্তেফাক। পরে কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০ বছর উদযাপন করেন অতিথিরা।

    আরও খবর

    Sponsered content