• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ২:৪৬:২০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ “থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়ে-গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকালে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ইফতিসাম প্রীতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হোসেন ।

    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, বিভিন্ন এনজিও সংস্থা প্রতিনিধিগন,বিদেশ প্রত্যাশী অভিবাসী কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গগন, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী । অভিবাসী দিবসে তাদের সমস্যা সমাধান ও সার্বিক বিষয়াধি নিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রব।

    তিনি বলেন প্রবাসে বিদেশী বাংলাদেশীরা চলতি বছর সর্বোচ্চ রেমিটেন্স গ্রহনকারী ব্যাংক হিসেবে সম্মাননা স্বারক প্রাপ্ত হয় ডাচ বাংলা ব্যাংক লিঃ সুনামগঞ্জ শাখা ও সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন। পরবর্তীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে সুনামগঞ্জ টিটিসি ক্যাম্পাসে বিদেশগমন ইচ্ছুক কর্মীদের মধ্যে ফুটবল ও বলিবল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

    আরও খবর

    Sponsered content