• সিলেট

    সিলেটে কবি শহীদ কাদরীর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ৬:০৪:৫৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    বাংলাদেশের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    হৃদয়ে গেঁথে থাকা ” তোমাকে অভিবাদন প্রিয়তমা ” কবিতার বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী কবি শহীদ কাদরীর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাগরণ সাহিত্য পরিষদ সিলেট এর উদ্যোগে জার্মানিস্থ বেঙ্গল সেন্টার এর আয়োজনে ১লা ডিসেম্বর সন্ধ্যারাতে সিলেট মহানগরীর একটি অভিজাত কনফারেন্স রুমে কবি এনামুল হক তালুকদার এর সভাপতিত্বে ও যুবসমাজের আইকন সুললিত কন্ঠের উপস্থাপক শেরন আহমদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক কাইয়ুম চৌধুরী।
    মাওলানা মামুনুর রশীদ এর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সূদুর জার্মানির বার্নিল থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর যাকে নিয়ে লেখা “তোমাকে অভিবাদন প্রিয়তমা ” কবিতার সেই জীবন্ত কিংবদন্তি কবি নাজমুন নেসা পিয়ারি।
    কবি শহীদ কাদরীর অমর কবিতা-‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটি পাঠ করেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব কবি শরীফ আহমদ।
    কবির কবিতা নিয়ে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, কবি এনামুল হক তালুকদার, সমাজকর্মী সুহেল আহমদ, সাদেক আহমদ, কবি শাহীন আলম,লেখক আরিফুল হক, রাইজুল ইসলাম,কবি সুলতানা চোধুরী,কবি এনি বেগম,কেমুসাসের আজীবন সদস্য শামসুননূর তালুকদার, সাহিত্য ‌অনুরাগী পাবেল ইসলাম,জাহেদ আলম ও সুমন মিয়া।
    এসময় সুশীল সমাজের গুনীজন, মিডিয়া ব্যাক্তিত্ব ও কবির অনুরাগীরা উপস্থিত ছিলেন।
    কবি নাজমুন নেসা পিয়ারি বার্লিনের শীতার্ত অন্ধকারচ্ছন্ন আবহায়ায় উনি কবি শহীদ কাদরীকে নিয়ে স্মৃতিচারণ করেন।উনি আশা প্রকাশ করেন সিলেটের সকল কবি সাহিত্যিকদের সাথে একদিন সরাসরি আড্ডা দিবেন ও কবির অনেক না বলা কথা শেয়ার করবেন।
    প্রধান অতিথির বক্তব্যে, অধ্যাপক কাইয়ূম চৌধুরী বলেন- বর্তমান ঘুনে ধরা সমাজে এরকম অনুষ্ঠান অবশ্যই প্রশংসনীয়।তরুন প্রজন্ম কে বেশি বেশি সাহিত্য চর্চার আহবান করেন।
    এছাড়াও হন্তারকদের প্রতি, বৃষ্টি বৃষ্টি‌, উত্তরাধিকার, সঙ্গতি, সেলুনে যাওয়ার আগে, দাঁড়াও আমি আসছি, রবীন্দ্রনাথ, টাকাগুলো কবে পাবো নিসর্গের নুন, ইন্দ্রজাল, আজ সারাদিন একুশের স্বীকারোক্তি, তুমি গান গাইলে, কবিতা অক্ষম অস্ত্র আমার, স্বাধীনতার শহর সহ আরো কিছু কবিতা পাঠে অংশ নিয়ে কবিকে হৃদয়ের ভালবাসা নিবেদন করেন সাহিত্য অনুরাগী তরুণ তরুণীরা —–! যেন শহীদ কাদরী উপস্থিত ছিলেন তাকে ঘিরে গড়ে তোলা কাব্য সন্ধ্যার আসর জুরে। সেখানেই সার্থক আয়োজক সিলেটের জাগরণ সাহিত্য পরিষদ।
    অনুষ্ঠানটি শেষ হয় দুই বাংলার জনপ্রিয় গায়ক ,কবি নাজমুন নেসা পিয়ারির সহকর্মী ও বন্ধূ কবীর সুমনের কন্ঠে গাওয়া -তোমাকে অভিবাদন প্রিয়তমা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে শোনার‌ মাধ্যমে।

    আরও খবর

    Sponsered content