• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন আ’লীগ কতৃক উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে গণ সংবর্ধনা

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ২:৩১:৩৬ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি,(শান্তিগঞ্জ প্রতিনিধি) সুনামগঞ্জঃ বাংলাদেশ আওয়ামীলীগ শান্তিগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কে দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংঘটন কতৃক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

    (২১ ডিসেম্বর) বুধবার বিকাল ৩ঘটিকায় সংবর্ধনা অনুষ্ঠানে দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী হীরা এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মোঃ হাসনাত হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন।

    এসময় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা তেরাব আলী, উপজেলা তাতীলীগের সভাপতি মোস্তফা আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ননী গোপাল দাশ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা,উপজেলা আওয়ামীলীগ নেতা আরটিএন নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাশ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ আহমেদ সবুজ এবং দরগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাহনেওয়াজ আহমেদ জুবায়ের সহ বিভিন্ন অংগ সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরবর্তী সময় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content