• সুনামগঞ্জ

    ভাটি বাংলা — কবি ওবায়েদ

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ১:২৫:৪০ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা

    কবি ওবায়েদ

    —————-
    এসো এবার দেখি বারেক কোথায় ভাটি বাংলা
    হাওর বাওর নদ্ নদীটা ঘিরে দিরাই শল্লা।
    স্বচ্ছ জলের শেষ সীমানায় আমার ধরমপাশা
    মধ্যনগর যাবো এবার বুকে বড়ো আশা।
    জামালগন্জের ভিমখালিটা একটু দেখে আসি
    ছোট্ট নৌকোয় বসে দেখি নববধুর হাসি।
    শনির হাওর দেখা হলো দেখার হাওর দেখি
    অথৈ জলে টইটুম্বুর সৃষ্টিটা যে সে- কি
    অদেখাকে দেখবো আজি টাংগুয়ার হাওরে
    ফেরার পথে দেখে আসি আমার দোয়ারারে।
    ঐ দেখা যায় বিশ্বম্ভপুর তাহিরপুরের বাকে
    ঘোড় দৌড়টি দেখার সখ কেনো বাকি থাকে।
    ছাতক এসে দেখি অনেক মিল কারখানা
    কেমনে আসে চুনাপাথর ছিলো অজানা।
    জগন্নাথপুর আমার প্রিয় একটা ইতিহাস
    এখানেতে অধিকাংশ প্রবাসীদের বাস।
    এবার দেখা হলো ভাটি সোনা,একটু এখন শুনি
    ভাটি বাংলায় যারা হলেন দেশের জ্ঞানীগুনি।
    হাসন রাজার ভাটি বাংলা,মরমী এক কবি
    দেওয়ান আজরফ কী যে ছিলেন দেখি তাঁর ছবি।
    এই বাংলায় আং করিম বাউল এক সম্রাট
    মাঠ কাপানো গীতিটা আজ আই এ শ্রেণীর পাঠ!
    মন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় আমার আব্দুস সামাদ আযাদ
    সেন বাবু আর বরুন রা এই ভাটিরই আবাদ।
    আমার গর্ভ হুমায়ুন রশিদ এই ভাটির অগ্রদুত
    আনোয়ার চৌধুরী ছিলেন আবার বৃটিশ রাষ্ট্রদূত।
    দেখো কতো আছে শহর আছে শত গঞ্জ
    তুলনা ত হয়না কারো আমার সুনামগঞ্জ।
    তাংঃ-২০/১২/২০২২

    আরও খবর

    Sponsered content