• ক‌্যাম্পাস

    দিরাই ব্রজেন্দ্রগঞ্জ স্কুলে খন্ডকালীন শিক্ষক নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৫:০৫:৪৪ অনলাইন সংস্করণ

    এম এ হোসেনঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে পাঠদানে সক্ষম অভিজ্ঞতা সম্পন্ন খন্ডখালীন শিক্ষক নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি।

    গনিত,ইংরেজি, হিসাব বিজ্ঞান, জীব বিজ্ঞান(প্রাণী /উদ্ভিদ) বিষয়ের ১ জন করে সহকারী (খন্ডকালীন) শিক্ষক আবশ্যক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান)ডিগ্রী /সমমান/স্নাতকোত্তর এবং প্রি-ভোকেশনাল চালুকৃত দুটি ট্রেড যথা-১.ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন, ২.জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্ক্স,ট্রেডদ্বয়ের জন্য ২ জন সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা সম্পন্ন ট্রেড ইন্সট্রাক্টর আবশ্যক।

    আগ্রহী প্রার্থীগণ আগামী ০৬/০১/২০২৩ ইং তারিখে আবেদনআপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয়ে নির্বাচনী বোর্ডে সাক্ষাৎকারে উপস্থিত কামনা করেন।২১/১২/২০২২ ইং তারিখে ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রয়োজনে যোগাযোগ করুন (০১৭১৩৯৩৮৩০৩)।

    বিশেষ দ্রষ্টব্য :বেতন আলোচনা সাপেক্ষে এবং সাক্ষাৎকারে উপস্থিতির জন্য প্রার্থীগণকে কোন ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।

    আরও খবর

    Sponsered content