প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ১০:৫১:৩৫ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের ৯ ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্ত হয়েছিল। দেশ স্বাধীন এর পর থেকে ৯ ই ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৯ ই ডিসেম্বর রোজ শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ জগন্নাথপুর উপজেলা কমান্ডারে আয়োজনে জগন্নাথপুর মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরস্থ মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এসময় র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আছলম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নমসুত্র, বীর মুক্তিযোদ্ধা নছই নমসুত্র, বীর মুক্তিযোদ্ধা কবিন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আবুল কয়েছ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা রিপন মিয়া, অরূপ সরকার, হাবিবুর রহমান, খোকন গোপ ও আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।